৮ই মার্চের কবিতা (১) ©সায়ন্তিকা

৮ই মার্চের কবিতা (১)
©সায়ন্তিকা
মেয়েমানুষের শরীরে সব সময়েই দেশপ্রেম জেগে থাকে ,
তার ওপর দিয়ে আর যাইহোক না কেন ,
বিপ্লবী হওয়া যায়না !
এমনিতেই ওদের মাংস বড়ো বেশি সুস্বাদু ۔۔۔۔
এবারে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে !
ওল্ড মঙ্কের পাশ দিয়ে হেঁটে যায় ফরাসি চুমুগুলো ,
টোকো ঢেঁকুর তোলে দেশ !
“তবু প্রেম দিলে না প্রাণে” ۔۔۔লিখতে লিখতে কবিও একটা বিশেষ সময়ে বুঝেছিলো ,
সব ভ্রূণ নষ্ট হয়ে গ্যাছে !
চারজন ,
চার মাস ,
চারশো নারী ۔۔۔۔۔۔۔
“এই দেশমাতৃকা আমার মা !”
আহা ! কী দেশপ্রেম !
(২)
প্রতিটা নারীর ওপর দাঁড়িয়ে আছে রাষ্ট্র ,
তার গা উদলা ,
পায়ের নিচে কালকেউটে !
রাষ্ট্র বসে আছে ফুটপাতে ۔۔۔۔
সে জানে না গর্তের গভীরতা !
কতবার শুলে ,
খিদে মরে যাবে ?
নারীদের খিদে থাকলে ۔۔۔۔۔
সে আমার লজ্জা !
(৩)
গাছগুলো এক পা তুলে দাঁড়িয়ে আছে ,
পার্কের কোমরের মেদ গলছে ,
ওড়াউড়ি ভাইরাস ,
রক্ত۔কমল পাপড়ি !
পাশ দিয়ে ছিনাল হাওয়ারা ডানা মেলছে ,
মোজার ভেতরে ফাটছে গোড়ালি !
বাসি দাঁতের ফাঁকে ছেঁড়া ঘাস ,
বাপ্ ঘরে বসে উনুনে রুটি সেঁকছে !
চাষী বউটার মুখে রাইফেলের নল ,
বাঁকুড়া থেকে সোনাগাছি হয়ে লেনিন সরণির মাঠ ۔۔۔۔۔۔
তার সামনেই সেয়ানে সেয়ানে কোলাকুলি !