রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা তুলে নেওয়ার আশঙ্কায় গ্রাহক বিক্ষোভে উত্তেজনা বালুরঘাটে

৬ই জুন, বালুরঘাটঃ সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা তুলে নেওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রাহক বিক্ষোভে উত্তেজনা বালুরঘাটে৷ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার মঙ্গলপুর এলাকার ঘটনা৷ এদিন এলাকার প্রায় শতাধিক গ্রাহক ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে ম্যানেজারকে ওই শাখা অন্যত্র না সরানোর দাবি জানান৷ বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায় ৮ ও ৯নং ওয়ার্ড সহ পার্শ্ববর্তী ডাঙা পঞ্চায়েতের কয়েকশো মানুষের কথা চিন্তা করে দীর্ঘ বছর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখা খোলা হয়েছিল৷ যার মাধ্যমে এলাকার বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁদের অ্যাকাউন্ট খুলে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক সুবিধা গ্রহণ করতো৷ বিভিন্ন প্রয়োজনে আর্থিক লেনদেনও চলত সেখানে৷ কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানানো হয় ব্যাঙ্কের ওই শাখা শহরের বাজার এলাকায় মূল ব্রাঞ্চে যুক্ত করা হবে৷ এর ফলে এলাকার বাসিন্দাদের প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকিং সুবিধা গ্রহন করতে হত ৷ যার প্রতিবাদে এদিন মঙ্গলপুরের ওই ব্যাঙ্কের শাখার সামনে বিক্ষোভ দেখায় শতাধিক গ্রাহক ৷ ব্যাংক ম্যানেজারকে শাখা না সরানোর দাবি জানান আন্দোলনকারীরা৷ ব্যাঙ্কের গ্রাহক গোপাল চক্রবর্তী শঙ্কর দত্তর জানিয়েছেন জরুরি লেনদেনের ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল মঙ্গলপুরের শাখা ৷ সেখান থেকে মেইন ব্রাঞ্চে যেতে হলে প্রায় তিন কিলোমিটার দূরে যেতে হবে বাসিন্দাদের ৷ যার প্রতিবাদে বিক্ষোভ ৷ঘটনা প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন বাসিন্দাদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হবে ৷