অনিঃশেষ প্রেম মহুয়া গাঙ্গুলী………

অনিঃশেষ প্রেম
মহুয়া গাঙ্গুলী………
মিশে যাওয়া মিলগুলো অদ্ভুত এক অভ্যাসের মতো
কখনো বুঝতেই দেয়না দুটো মানুষ আসলে দুইটি !
ভালোলাগা ঘিরে ভালোবাসাগুলো বড্ড মেকি।
হঠাৎই পেয়ে বসেছে অলস এক দুপুর
প্রেমের কবিতা লিখবো বলেই সাজানো টেবিল,
ডায়েরীর পাশে ছোট্ট একটা গোলাপবাসে ফুলদানি ;__
একটা দমকা বাতাস ছুঁয়ে অনামিকা, অজয়ের দেখা
উত্তরোত্তর যতোই উত্তরণে আসুক আঁধার পেরিয়ে আলো ,
তবুও অধরা কিছু স্বপ্ন প্রেমকে ছুঁয়ে যায় বড়ো।
নদী কখনো যদি নারী হয়
মরুভূমির সাথে মরীচিকা প্রেমে,
কিছুটা পথ বেয়ে ক্ষত ধরে রাখে শরীর ,
ক্যাকটাস বিদ্ধ হয়ে মন বিরহী রক্তপাতে।
সত্যের অবকাশে প্রেমের সাক্ষী হয় যখন এক কলম !
অবুঝ মন জুড়ে চলে অনুভূতির উপন্যাস জুড়ে আকুতি,
অজয় অনামিকা একনিষ্ঠ প্রেমের অপেক্ষায় সারাজীবন।