….The morning Is a blank canvas Paint some beautiful ©গার্গী

….The morning
Is a blank canvas
Paint some beautiful

©গার্গী

**তুমি আজও সুহাসিনী
সেই টোলপড়া গাল,
তোমাকে নিয়ে আজও
মন তোলপাড়
তুমি.. তুমি… তুমি শুধু আমার।

….এসেছিলাম কাছে
নিবিড় ভাবে উজাড় করে ভালবাসাবাসি ছিল মনে থেকেছি দুজনে কিছু দায়বদ্ধতা নিয়ে
স্নিগ্ধ শোভন বিশ্বাস ভরসা সাথে নিয়ে ছুঁয়ে আছি
ধরেনি পচন গড়ে উঠা সম্পর্কে
এখনো ঋণী তোমাকেই ভালবেসে।
সত্যি কি তাই?

**সত্যি বললেই কি সত্যি হয়! নিজেকে প্রশ্ন করো

….আমি বুঝিনা এত
সবটা মিথ্যেই তাহলে

**ভালোবাসি এটাতে তো জল নেই নিট একটা হুইস্কি র পেগের মতো!

….নিটোল মাতাল তাহলে
প্রেমে মাতাল

**ভালোবাসি এটাতে তো জল নেই নিট একটা হুইস্কি র পেগের মতো!
খেয়েছি পাগল হয়েছি কিন্তু গ্লাস হাসছে।

….Love,like whiskey,burns going down—but oh, how it warms the soul.

ক্যানভাসে কালী কেন এত ঝরলো
সেদিনও তো উঠেছিল সূর্য্য
চারিদিকে হাহাকার
নেই কোথাও সুর
চলো না একটু জড়িয়ে থাকি
শান্তির চন্দনি আশ্রয় খুঁজি।

 

1 thought on “….The morning Is a blank canvas Paint some beautiful ©গার্গী

  1. গভীর ভাবাবেগ তাড়িত, যথাযথ উপলব্ধির লেখা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *