শিরোনামঃ আমার ভারত নাম—বীথিকা ভট্টাচার্য

শিরোনামঃ আমার ভারত
নাম—বীথিকা ভট্টাচার্য
**********
হতাশ জীবন ভাবনারা বেসামাল।
বিদগ্ধ মন পুড়ছে সারাক্ষণ।
চারিদিকে শুধু হাহাকার কান্নার,
এ কোন পৃথিবী ? এই কি আমার দেশ?
ধর্মের নামে এ কোন বিভাজন ?
কত গৃহহারা উদাস শূন্য চোখে?
মেঘ ভেজা মনে অনেক জমেছে জল,
ভূ স্বর্গ নেমে এলো আজ নরকে।
রক্তের স্রোতে ভাসছে স্বর্গধাম।
সোহাগ সিঁদুর মুছে গেছে কত মার,
কত গৃহহারা কাতর নয়নে চায়,
কে নেবে এদের চোখের জলের দায়?
পৃথিবী তুমি চেয়ে দেখো একবার!
নাও এই ভীষণ কান্নার দায়ভার।
কবে ফের হবে মুক্ত আমার দেশ?
কে দেবে জবাব দাও বলে সমাধান।
ধর্মের নামে বলি হলো কত প্রাণ,
ধর্ম কি শুধু মৃত্যুর কথা বলে?
কেন এ হিংসা কেন বিদ্বেষ ঘিরে
জ্বলন্ত চিতায় নীরিহ মানুষ পোড়ে?
আমার ভারত ভালোবাসার এক নাম।
আমার ভারত চায় না নাশকতা।
যে দেশে এত প্রেম, প্রীতি অনিঃশেষ
কে ঢালছে বিষ? কার এত বিদ্বেষ?