গীতশ্রী সিনহা, সম্পাদকীয় কলম, বিনোদন বিভাগ

সম্পাদকীয়
সদর দরজা খুলতেই লাশ ঘরে লাট খাওয়া প্রিয়জনের শরীরের গন্ধ সময়ের খেলায় ! অগণিত মানুষের রুজিরোজগার বন্ধ, বহু বন্ধ স্কুলের ভিতর থেকে ভুতুড়ে ঘন্টার হাহাকার। প্রযুক্তির দৌলতে পৃথিবীর যেকোনো প্রান্তের খবর মুঠোর মধ্যে আজ।
শব্দ স্তব্ধ, ভোঁতা কলমের আঁচড়, ধিক্কার আর ছিঃ ছাড়া ভাষা নেই! নির্বাক-ধূসর দুনিয়া। জ্যান্ত সভ্যতায় চুঁইয়ে পড়ছে অসভ্য নেশা। ভয়ংকর এক পরিস্থিতির শিকার সময়ের গায় বেয়ে! দখলদারি চলছে নারী শরীরের উপর। ভুলতে বসেছে, একজন নারী তোমাদের মা, বোন, স্ত্রী এবং কোলের শিশুকন্যাটি। বর্বরোচিত নির্যাতনে নারী সমাজ আজ লাঞ্চিত অসুস্থ। প্রশাসনের হাস্যকৌতুক চলছে যেন ! সম্পর্ক ঢিলে…আলগোছে ফাঁক রেখে দেয়.! প্রতিদিন আসে… মুছে যায় গতকাল… কোটি কোটি মামলার কাছে ফিকে হয় বর্তমান।
ধর্ষিতা হচ্ছে সমাজ, সংসার, মানবিক বোধ, সামাজিক উন্নয়ন। ধর্ষিতা হচ্ছে হাজার স্বপ্ন। লজ্জিত হচ্ছি আমরা এরকম দেশের নাগরিক হিসেবে। নষ্ট সময়কে ধরে চলছে লোফালুফি খেলা, কতিপয় মানুষ আজ বিপন্ন-বিস্ময়ের সামনা-সামনি দাঁড়িয়ে। নিষ্ঠুরতায় নষ্ট মানুষের তান্ডব মিছিল – ভোগ – বিলাস – কাম লালসায় ডুবতে চলেছে সময়। চরম ক্ষুধার শিকারের দখল দুনিয়াদারি। বিচারের দরজা বন্ধ মুখোশের প্রহসনে… খবরের কাগজে গালভরা গল্প, যেন অনাহারে মহাভোজ। সভ্যতার বলিষ্ঠ শরীর আর্তচিৎকারে হাহাকার।
আজ যেন কাজের কথায় ফিরতেই পাচ্ছি না, কিছু তো বলতেই হবে। দেখতে দেখতে বছরের পর বছর অতিবাহিত করলাম আমারা প্রিয় কবি শিল্পী বন্ধুদের হাত ধরে। মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
ফেব্রুয়ারি মাস বেশ কিছু দিবস নিয়ে ঠাসাঠাসি, হোক না ব্যবসায়িক দিক ! দিবসকে পুঁজি করে সম্পর্কের বন্ধন মজবুত করি, তবেই তো সার্থকতা !
শুভেচ্ছা শুভকামনা সতত সকল পাঠক সমাজের জন্য। প্রতিটি সংখ্যা একটি নিজস্বতায় নিমগ্ন থাকুক আশাকরি। প্রাসঙ্গিক প্রসঙ্গ থাকুক। আগামীতে নতুনভাবে নতুন নতুন লেখার মাধ্যমে কবিদের নাম সংযোজন হোক।
আগামীর অপেক্ষায় থাকলাম আমরা সবাই।
গীতশ্রী সিনহা, সম্পাদকীয় কলম, বিনোদন বিভাগ।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.