একদিন আপনিই জিতবেন🔸 আহমেদ জহুর

একদিন আপনিই জিতবেন🔸

আহমেদ জহুর
—————
বিজ্ঞানের ভাষায়, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাস করলে যে বীর্য নির্গত হয়, তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। শুক্রাণুগুলো মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে। তবে জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। বাকিরা ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণুর মধ্যে যারা ডিম্বানুর কাছে যেতে পারে তাদের মধ্য থেকে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে তথা ডিম্বানুতে আসন গ্রহণ করতে পারে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি, আমি এবং আমরা।

🥀 আমরা কি কখনো এই মহাযুদ্ধের কথা
ভেবে থাকি? মন দিয়ে একবার ভাবুন…
—————-
▪️আপনি যখন দৌড়াচ্ছিলেন তখন আপনার
ছিল না কোন চোখ, হাত-পা কিংবা মাথা।
তবুও আপনি দৌড়ে জিতেছিলেন।
▪️আপনি যখন দৌড়াচ্ছিলেন তখন আপনার
ছিল না কোন সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক।
তবুও আপনি জিতেছিলেন।
▪️তখন আপনার ছিল না কোন শিক্ষা, কেউ
সাহায্যও করেনি আপনাকে। তবুও আপনি
জিতেছিলেন।
▪️আপনি যখন দৌড়ে ছিলেন তখন আপনার
একটি গন্তব্য ছিল। সেই গন্তব্যের দিকে
উদ্দেশ্য ঠিক রেখে আপনি একাগ্রচিত্তে
দৌড় দিয়েছিলেন এবং শেষে আপনিই
জিতেছিলেন।
▪️মায়ের গর্ভে অসংখ্য ভ্রুণ নষ্ট হয়ে যায়।
‌ কিন্তু আপনি মারা যাননি।
▪️বহু বাচ্চা জন্মের সময় মারা যায়।
কিন্তু আপনি মারা যাননি।
▪️অসংখ্য বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা
যায়। কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।▪️অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। অথচ
আপনার কিছুই হয়নি।
▪️বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে
বিদায় নিয়েছে। অথচ আপনি এখনও বেঁচে
আছেন।

🥀 তাহলে আজ কেন আপনি
এতো ভয় পাচ্ছেন?
————
এখন কিছু একটা হলেই আপনি ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গেছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু-বান্ধব, ভাই-বোন, সার্টিফিকেট, সবকিছুই আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন কেন?

আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে, ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা আপনি মেনে নিতে পারছেন না? কেনো আপনি একটা কিছু হলেই অবোধ শিশুরদের মতো কাঁদছেন?
কেন ভাবছেন আপনি আর বাঁচতে চাইছেন না?

আপনি শুরুতে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন, কী সম্ভাবনা আছে আপনার মাঝে। মনের চাওয়া তথা আকাঙ্ক্ষাকে সব সময় মূল্য দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন। দেখবেন আপনি একদিন জিতবেনই।
———————————————————–
আহমেদ জহুর
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক
azohur2002@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *