আমার বিসর্জন ***** মৌ

🙏🙏আমার বিসর্জন🙏🙏
🙏 মৌ 🙏
আমি কন্যা এটাই আমার প্রথম দোষ
আর দোষের দায় আমার মাএর
সেও মেয়ে তাই দোষ তো তারও
সে জন্ম দিয়েছে কন্যা সন্তানের
সেদিন হলো জন্ম আমার কন্যা রূপে
জন্ম না মৃত্যু জানি না আমি
শঙ্খ ধ্বনি নেই কারোর মুখে হাসি নেই
আমি যে কন্যা আমার জন্মে আনন্দ নেই
জন্ম দিয়ে মা হারালাম আমি অপয়া কন্যা
মাতৃ হারা মেয়ের জন্য দুঃখ হলো
বাবা বিয়ে করলেন কন্যা পালনের জন্য
এক বছরে মধ্যে অপয়া হলাম আবার
ঠাঁই হলো মাতুলালয়ে মামা মামীর আশ্রয়ে
কন্যা না কাজের লোক বুঝিনি আমিও
নয় বছরে কন্যার কুমারী পুজোতে মত্ত
আমিও নয় আমার কুমারী হলো হরণ
মদিরার নেশায় অসহ্য যন্ত্রণা কন্যা পুজো
এরপর হলো প্রায় রাতের কুমারিত্ব হরণ
বিনা দোষে দোষের ভাগী হলাম প্রতি দিন
পনের বছরে হলাম বাড়ি ত্যাগ কন্যা
ঠাঁই হলো নতুন বাসায় পাখির বাসা বাঁধা
মাএর নাকি পাতানো মাসীর ঘরে
সেখানে হলো দুর্গা পুজোর কুমারী পুজো
নানা লোকের পুজোর অঞ্জলী দানে
অঞ্জলী আমিও দিয়েছিলাম যৌবনের
জানিনা কি নাম পরিচয় ছিলো তাদের
রক্ষক নামে ভক্ষণ করেছিলো সেদিন থেকে
মাদার মেরির মতো আমিও হলাম মা
কুমারী মা নাম হলো নষ্টা চরিত্রের মা
রাতের অন্ধকারে সদ্য জন্মানো মেয়ের
স্থান হলো নর্দমায় কিটের মতো
আমারও হলো বিয়ে নতুন সস্তা বেনারসি
হাতে শাখা পলা পায়ে আলতা
বিদায় হলাম দুর্গা আগমনীর দিন
নতুন স্বপ্ন সাজলাম সংসার সাজাবো
আমি মা হবো আগামী ভবিষ্যতের জন্ম হবে
রাত হতেই হারিয়ে গেলো স্বপ্ন গুলো
ছার খার হয়ে গেলো সংসারের গল্প
বিক্রি হয়ে গেলাম কয়েকটা টাকার বিনিময়ে
প্রতিদিন বধূ সাজি বাসরের জন্য
এক হাত দু হাত প্রতি রাতে হাত বদল
প্রতি বছর আসে দুর্গা পুজো
তাকে গড়তে আসে শিল্পী আমার দ্বারে
আমি এই দিন নাকি পয়মন্ত হয়ে উঠি
আমার হাতের ছোঁয়ায় নাকি রূপ নেবে
মাতৃ রূপ গড়বে আমার তুলে দেওয়া মাটি
রাতের অন্ধকারে যারা আসে লুট করতে
তাদের আঙিনায় মাতবে দুর্গা উৎসবে
ঠোঁটের কোণে হাসি দিয়ে দুর্গা মাকে বলি
এই টুকুই শুধু দাম আমাদের আছে
মনে মনে বলি মা গো এই একদিন আমার
এই দিন আমরা দেখি তোমার রূপের তেজ
রাতের আঁধার আসে লালসা মেটাতে
সেই পুরুষের আঙিনা সাজবে এই মাটিতে
এসেছে সে পুরুষ মাটি নিতে দিনের আলোয়
তোমাকে গড়বে আমার ছোঁয়া মাটি দিয়ে
আর যে পারিনা সহ্য করতে মা
আমিও বাঁচতে চাই তোমার রূপ নিয়ে
দশ হাতে সংসার সাজাতে চাই আমিও
কন্যা মা বৌমা আমিও হতে চেয়েছিলাম
কন্যা হয়েছি মাও হয়েছি বউ হয়েছি
শুধু হয়নি আমি সংসারী নারী
আমার গালে লালিমেখে পিঠে আঁচড় কেটে
সমাজ আমায় নাম দিলো পতিতা
আজও বাজছে শঙ্খ ধ্বনি চারদিকে
ঢাক ঢোল কাসর বাজছে মণ্ডপে মণ্ডপে
দেবী বরণে সেজেছে প্রতিটি ঘর
সিঁদুর খেলার মেতেছে প্রতিটি নারী
আমিও মেতেছি মা লাল বেনারসি পরে
লাল আগুনের শিখার আমার সাজে
দশমী বিসর্জনের বাদ্যি বাজে
আমার বিসর্জনে বাজনা শোনা যায়
দুর্গা বিসর্জনে সমারোহে ভিড় জমেছে
আমারও বিসর্জন তার পিছে পিছে।
🙏🙏🙏মৌ🙏🙏🙏