#বৃষ্টি_কথা © আল্পনা
#বৃষ্টি_কথা
© আল্পনা
দেখছিলাম একটা মেঘ আকাশের বুকে ঘুরে বেড়াচ্ছে।
মেঘ যেন কাকে খুঁজছে! কল্পনার সিঁড়ি ভেঙে মন মেঘের কাছে যেতে চাইলো।
চাঁদের জ্যোৎস্না যদি খুশিতে মাটির বুকে মিশে যেতে পারে! আমি কেন পারবো না আকাশের মেঘের বুকে!
রোজ তো সাঁজ আকাশে দেখি অগুনতি মিটি মিটি তারাদের…. আজ যে খুব ইচ্ছে হচ্ছে মেঘের কাছে যেতে… সূর্যের আবার ভারি আপত্তি… ও বলে আমার জন্মের আড়ালে ওরই কারুকাজ নাকি বেশি…. আমাকে জন্ম দিতে নাকি ওকে চক্রাকারে ঘুরতে হয়।
মেঘ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ চমকাচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে হাওয়া….
মেঘ যেন দুঃসাহসী হয়ে উঠলো, রোদের আপত্তি সত্বেও আমাকে নিয়ে মেঘ পালিয়ে গেল আকাশ থেকে অনেক দূরে…..
– আর চোখের জল নয়! এসো আমার বুকে…. দুজনায় বৃষ্টি হয়ে ঝরি।
এক অপার্থিব আনন্দের টানেই নদীর বুকে ঝরে পড়লাম।
নদী বললো – বৃষ্টি! তুমি কিন্তু আর কুমারী নও, কালকেই রোদ্দুর তোমায় আবার অন্তঃসত্ত্বা করবে…
এতে মেঘের কোনো হাত নেই….
তবে আমি জানি, মেঘ- বৃষ্টির প্রেমে কোনো পাপ নেই।
© আল্পনা