নুয়ে আছে বৃন্ত প্রেম —– শুভ্রা দাশ গুপ্তা

নুয়ে আছে বৃন্ত প্রেম
শুভ্রা দাশ গুপ্তা
##########
অভিমান সে-তো এক ছায়াপথ নাম….
মধুবনে হেঁটে যাওয়া অমৃতধাম,
শ্রাবণের ধারা তাই ঝরে অবিরাম….!

ফিরে পাওয়া গোধূলির চেয়ে দেখ সাজ….
অভিযোগ কিছু নেই দোষ গুনে আজ,
দূর পথে চলে গেছে ভুলে থাকা কাজ!

প্রেম জানে রাজপথ আর আলপথে হাঁটা…
তুমি দরজাটা খুলেছিলে তবে আজ কেন আঁটা?
পাপরাশি বুক ছুঁয়ে হয়ে গেছি কাঁটা!

দিন যায় রাত যায় চলে যায় সুখ….
ভালোবাসা দূরে গেলে একা হয় বুক,
আঁখিপটে ভেসে ওঠে শান্ত সেই মুখ!

ক্লান্ত তুমি অবসন্ন সঁপেছ আমাতে মন….
প্রেম তো কোনো ভিক্ষা নয় শুধু ই সমর্পণ,
শপথের মালা ছাড়া নেই কোনো ধন!

1 thought on “নুয়ে আছে বৃন্ত প্রেম —– শুভ্রা দাশ গুপ্তা

  1. এই এত দীর্ঘদিনের পরিচয় পর্বে তোমার লেখা কবিতা হয়তো এই প্রথমবার পড়লাম …..বিস্মিত হলাম , অভিভূত হলাম …..যেমন সুন্দর ভাবনা , বক্তব্যের উপস্থাপনা সাবলীল ….ছন্দের অন্ত্যমিল খুব সুন্দরভাবে মেন্টেন করা হয়েছে ….সর্বপরি সমগ্র কবিতার ভাবনা আমাকে মুগ্ধ করলো …..শুভকামনা রইলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *