তীব্র গরমে বাঁচতে কয়েকশ গরিব মানুষদের হাতে ছাতা তুলে দিলো বালুরঘাট রোটারি ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার
২৩শে জুন, বালুরঘাটঃ তীব্র গরমে বাঁচতে কয়েকশ গরিব মানুষদের হাতে ছাতা তুলে দিলো বালুরঘাট রোটারি ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার। রবিবার সকালে বালুরঘাট বুড়ীকালি বাড়িতে শহরের কয়েকশ গরীব মানুষদের রোদের হাত থেকে বাঁচতে তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি পবন গোয়েঙ্কা, সম্পাদক অনিতা বিশ্বাস, অম্বর বোস, বাপি বোস, ডাঃ ব্রীজেস সাহা, প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল, প্রাক্তন কাউন্সিলর ব্রতময় সরকার, কমলেশ আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা। এই গরমের ছাতা পেয়ে খুসি উপস্থিত মানুষরা, তাদের দাবী রোটারি ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার একটা ভালো কাজ করেছে, এই গরম সহ্য করেও অনেকের একটা ছাতা কেনার সামর্থ থাকেনা।
তাই তাদের হাতে এই ছাতা তুলে দিয়ে তাদের একপ্রকার গরমের হাত থেকে একটু নিরাময় দিলো এই ক্লাব। সভাপতি পবন গোয়েঙ্কা জানান তারা শীত গ্রীষ্ম সব সময় কখন গরম বস্ত্র আবার ছাতা কিম্বা বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার মতো নানা কাজ করেছেন। এই কাজও তাদের একটা সমাজসেবা মুলক কাজ। তারা ইতিমধ্যে হাসপাতালে রুগী শেড, কিম্বা বিদ্যালয়ে হাত ধোবার ব্যাবস্থা সহ নানা বিধ কর্ম কান্ড এর আগেই সমাপ্ত করেছে, আগামীতে তারা আরো বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে দেখাতে চান, যা সামাজিক উন্নয়নে কাজ করবে।