চাকরির টাকা ফেরৎ চেয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ পাহানের বাড়ি ভাঙচুর
২১শে জুন, বালুরঘাটঃ চাকরির নামে তোলা টাকা ফেরৎ নিতে তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ পাহানের বাড়ি ভাঙচুর। শুক্রবার দুপুরে ছয় সাতজন মুখে কাপড় বেঁধে বিশ্বনাথবাবুর বাড়িতে চড়াও হয়। ঘটনাটি ঘটে বালুরঘাটের পাওয়ার হাউজ এলাকায়।
চাকরির টাকা ফেরতের দাবি করে তার বাড়িতে, তাকা ঘটনাস্থলে না পেয়ে এই ভাঙচুর বলে প্রাথমিক ভাবে জানা গেছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ বিশ্বনাথবাবুর স্ত্রী। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও, বাড়ির বাইরে থেকে দেখাযায় বাড়ির বাইরের কাচ ভাঙা অবস্থায় পরে আছে। বাড়িতে বিশ্বনাথ পাহান অনুপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে জানান তার স্ত্রী মিতালি পাহান। তিনি বলেন মুখে কাপড় বেধে সাত আট জনের কিছু যুবক ছেলে চাকরির টাকা ফেরত চেয়ে হামলা চালাই।