বালুরঘাটে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে দিলীপ ঘোষের প্রস্তুতি সভা
৮ই জুন, বালুরঘাটঃ আর কয়েক মাস পরেই, বালুরঘাট পৌ্রসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে বালুরঘাটে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, বালুরঘাট কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার সহ শহর বিজেপির একাধিক কর্মকর্তা।
বালুরঘাট পৌর সভাকক্ষ সুবর্ণতটে শনিবার বেলা ৩টা নাগাদ অনুষ্টিত এই সভায় কিভাবে বালুরঘাট পৌরসভা নির্বাচন সংগঠিত হবে তা নিয়ে আলোচনা হয়। যেখানে প্রতিটি ওয়ার্ডের দ্বায়িত্ব দেওয়া হয় জেলা নেতৃ্ত্বের এক এক জনকে। এদিনের এই সভা থেকে বিজেপি পৌরসভা দক্ষলের চিন্তা ভাবনায় পরিকল্পনা করা হয়েছে বলে বিজেপি সুত্রে জানাযায়। সদ্য হয়ে যাওয়া নির্বাচনে ১৭৩০০ ভোটের লিড পাই বিজেপি, যেখানে ২৫টি ওয়ার্ডের প্রতিটিতেই জয় আসে বিজেপির, তাই আসন্ন নির্বাচনে বিজেপি চাইছে বালুরঘাট পৌ্রসভার প্রতিটি ওয়ার্ডে জয় ধরে রাখতে, তাই এখন থেকেই পৌ্রসভায় সাংগঠনিক প্রস্তুতি শুরু করেদিলেন দিলীপ ঘোষ।