ফণী শক্তি হারিয়ে এক অংশ দুই দিনাজপুরে আর অন্য অংশ ত্রিপুরায়
৪ঠা মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ফণী শক্তি হারিয়ে দুই অংশে বিভক্ত হয়ে অবস্থান করছে, যার এক অংশ রয়েছে দুই দিনাজপুরে আর অপর অংশ অবস্থান করছে ত্রিপুরা সহ উত্তরপূর্ব ভারতে। কলকাতা সহ বাংলার অন্যান্য এলাকায় ফণীর যে পূর্বাভাস ছিল, তার অনেকটাই কাটিয়ে উঠলেও দুই দিনাজপুরে চলছে ফণীর দাপট। চলছে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত। ঝড়ে বহু এলাকায় নেই বিদ্যুৎ। এখনো ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও প্রস্তুত আছে দূর্যক মুকাবিলা দল। তবে দুপুরের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফণীর।