কারো উপর আস্থা না রেখে বালুরঘাট আসনের নিয়ন্ত্রন নিজের হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি
৬ই এপ্রিল, বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সমস্যা, গোষ্ঠী সমস্যা নিয়ে জেলা নেতৃত্বের উপর আস্থা হারিয়ে এবার বালুরঘাট আসনের সব নিয়ন্ত্রন নিজের হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বালুরঘাট আসনের জন্য জেলাবাসির কাছে নিজেই আবেদন করলেন প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে। তিনি নিজেই বালুরঘাট আসনের জন্য ভিডিও প্রকাশ করে ভোটের আবেদন করলেন। যা ভাইরাল হয়ে পৌছে গেল জেলার প্রতিটি মানুষের কাছে। তিনি ভিডিওতে বলেছেন অর্পিতা ঘোষ তার খুব কাছের মনোনিত প্রার্থী, খুব কাজের সে দক্ষিণ দিনাজপুর জেলার ও ইটাহারের মানুষের হয়ে কাজ করে, তাই তিনি আর্জি করেন, কারো দিকে নয়, কারো কথা শুনে না, তিনি সবাইকে অর্পিতা ঘোষকে পুনঃরায় জয়ী করবার আবেদন করেন। তিনি বালুরঘাট আসন নিয়ে নিজে সব কিছু ভাবছেন, তাই একবার নয় জেলায় আসছেন দুইবার ১২ ও ১৯ শে এপ্রিল। এছাড়াও ১২ এপ্রিলের পর থেকে জেলায় আসছেন একের পর এক হেবিওয়েট নেতা ও তারকা মুখ।