সিপিএমকে এড়িয়ে অধীরের বিরুদ্ধে প্রার্থী আরএসপি-র, ফ্রন্টের ঐক্য নিয়ে উঠলো প্রশ্ন

১লা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ জোট হয়নি কংগ্রেসের সঙ্গে। এবার ‘ফাটল’ কী তবে বামফ্রন্টেও? ইঙ্গিত তেমনই। লোকসভা ভোটে অনেক চেয়েও কংগ্রেসকে সঙ্গে জোট হয়নি বামেদের। অথচ একপ্রকার সম্মান খুইয়েই বহরমপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং জঙ্গিপুরে কোনও প্রার্থী দেয়নি বামেরা। অথচ বামেদের দুই জেতা আসন রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে কংগ্রেস। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত।
জানা গিয়েছে, সিপিএমের আপত্তি উড়িয়ে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিতে পারে বাম শরিক আরএসপি। উল্লেখ্য, বহরমপুরে দীর্ঘদিন ধরেই আরএসপির ‘শক্ত সংগঠন’ রয়েছে। তাই জোট না হওয়া সত্ত্বেও কংগ্রেসের প্রতি ‘প্রীতি’ সিপিএম দেখাতে চাইলেও আর তা করতে রাজি নয় আরএসপি। তাই কংগ্রেসের সঙ্গে সন্মুখসমরেই নামার পক্ষপাতী তাঁরা।
আরএসপি সূত্রে খবর, ইতোমধ্যেই সিপিএমকে বিষয়টি জানিয়ে দিয়েছে আরএসপি শীর্ষনেতৃত্ব। এখন দেখার সিপিএম তাঁদের পুরনো শরিক আরএসপিকে এ যাত্রায় একইসঙ্গে ধরে রাখতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *