বালুরঘাট বিডিও উপর প্রাণঘাতী হামলার ভিডিও, অভিযুক্ত বিজেপি নেতা

12.12.2022, বালুরঘাট: ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিজেপির আনা আনাস্থা মুলতবি হতেই বালুরঘাটে বিডিও অফিসে এসে বিডিও অনুজ সিকদারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। বিডিওকে তার ঘরেই চেয়ার ছুড়ে প্রাণে মারার চেষ্টা করে বিজেপি নেতা সুভাষ সরকার বলেই অভিযোগ৷ এই ঘটনায় আক্রান্ত বিডিওর মাথায় ও হাতে গুরুত্বর চোট লেগেছে বলে জানাযায়৷ বর্তমানে চিকিৎসাধীন আক্রান্ত বিডিও অনুজ সিকদার। এনিয়ে আইনি অভিযোগ দায়ের করতে চলেছে বিডিও। এদিকে বিডিও কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। ঘটনার ভিডিও সামনে আসতেই অভিযুক্ত বিজেপি নেতাকে সনাক্ত করে পুলিশ। নিচে ক্লিক করে ভিডিও দেখুন।