।। “সৌরভে সুরভী ” …….. চন্দনা ।।

।। “সৌরভে সুরভী ” …….. চন্দনা ।।
।——————————————————–।

সৌরভ তুমি বাংলার গর্ব, বাঙ্গালীর তুমি প্রান।
তোমার সুরভী নিয়ে চিরকাল সেখানে করবে অধিষ্ঠান।
গাঙ্গুলী পরিবারে জন্ম তোমার বেহালায় বাসস্থান,
ক্রিকেট খেলে সারা বিশ্বে বাড়ালে,বাঙ্গালীর সম্মান।
একযুগ ধরে ক্রিকেটে স্বমহিমায় করেছো তুমি রাজ,
রাজার খেলায় রাজার মতো নিয়েছো বিদায় মহারাজ।
কত কীর্তি কত রেকর্ড তুমি গড়েছো ক্রিকেট জীবনে,
মানুষ হিসেবে তোমার গরিমা সারা ভারতবাসী জানে।
ক্রিকেট থেকে পেয়েছো যা তুমি,দিয়েছো আরও বেশী–
“টিম ইণ্ডিয়া” তোমার তৈরী ভোলেনি ভারতবাসী।
অধিনায়ক হয়ে ভারতের ক্রিকেটকে দিলে উচ্চ আসন,
জয়ধ্বজা উড়িয়ে মহারাজা তুমি বিশ্ব করলে শাষন।
বাঙ্গালী বলে সইতে হয়েছে অনেক বঞ্চনা, অবহেলা–
তখন তোমার হয়ে দিয়েছে জবাব তোমার বাঁ হাতের খেলা।
বারবার তুমি হয়েছো সফল শত্রুর মুখে দিয়ে ছাই,
রাজার মতো নিয়েছো বিদায়, জানিয়েছো গুড বাই।
আন্তর্জাতিক খেলায় নিয়েছো বিদায়,ক্রিকেট থেকে নয়-
তোমার কীর্তি দিয়ে করবে তুমি সব ইতিহাস জয়।
ক্রিকেট তোমার ভালবাসা, কর্মই তোমার জীবন—
সবুজ মাঠ মাত করে এখন মাতাচ্ছ টেলিভিশন।
বিজয়ার সুর কখনো তোমায় পারবেনা ছুঁয়ে যেতে,
যতদিন থাকবে পৃথীবি,তুমি থাকবে বাঙ্গালীর হৃদয়েতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *