*বিবেক**

দরজায় ঠক্ ঠক্ শব্দ,
বিবেক, তুমি বাড়ি আছ?
দরজা খুলে গেল-
জীবন রহস্যের হাজার অজানা জগৎ ;
তারা উৎসুক হয়ে বলতে চাইছে-
কি চাইছ? কি চাই?
সামনে অ্যকুয়ারিয়ামে লাল নীল প্রাণী-
উঠছে-ভাসছে-হাসছে-খেলছে,
কালো সমুদ্রের অজানা রহস্যের ঢেউয়ে-
এক্কা-দোক্কা খেলছে-
বলছে , আমরা এলাম-
প্রশ্ন করুন?
আলমারির হাজার হাজার বই’এর জ্ঞান সমুদ্রের-
এক একটি কণা মণি-মুক্তোর মতো-
তাদের পাতায় পাতায় রহস্য উন্মোচন করছে-
ঘাম ঝরানো আবিষ্কারের।
হালকা বাতাসে বই’এর পাতাগুলো-
ফরফর করে খুলে যাচ্ছে।
যেন বলছে,আমি এসেছি-
তোমাদের সব প্রশ্নের উত্তর খুঁজে দিতে।
দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার,
দিন-মাস-বছরের ঝোঁক নিয়ে-
ঘাড় গুঁজে হিসেব কষেই চলেছে একটানা।
ড্রই়ং রুমে বসে মনে হল,
কি যেন একটা জিজ্ঞেস করতে এসেছিলাম , ভুলে গেছি আমি!
চারিদিক থেকে ভেসে আসছে-
কোলাহল চিৎকার অজস্র প্রশ্নের ঢেউ,
আমি সেই ঢেউ’এর মধ্যে হাবুডুবু খাচ্ছি।
উঠছি-ভাসছি-ডুবছি-আবারও-আবারও-
তীরে উঠতে পারছি না-
শুধুই পথ হাতড়ে মরছি!!!

হলদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *