শয়তানের ত্রিভুজ####(কল্পকাহিনী) পর্ব-প্রথম ___ কলমে-নর্মদা চৌধুরী

####শয়তানের ত্রিভুজ####(কল্পকাহিনী)

পর্ব-প্রথম ___

কলমে-নর্মদা চৌধুরী

ব্যস্ত শহর প্যারিসে সামান্য একটা পত্রিকায় সাংবাদিকের কাজ করেন চার্লস।বরাবর কাজ পাগল সে,নতুন -নতুন খবর তার রোজ চাই,সঙ্গী বাল্যবান্ধবী লুসি।যদিও লুসি প্রয়োজনের তুলনায় একটু বেশিই নির্ভর করে চার্লসের উপর….আর এই নির্ভরতা দুজনকে বেঁধে ফেলে গভীর বন্ধনে।

চার্লসের কাজ শহর থেকে গ্রাম এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে খবর সংগ্রহ করা,
আর লুসির কাজ অফিসে বসে সেগুলোর পূর্ণাঙ্গ রূপ দেওয়া।এরকম কাজই তো তারা চেয়েছিল,
দূরন্ত আশারা তাদের রোজ তাড়া করে বেড়াতো।
কত কত অজানা অচেনা ঘটনা তারা সামনে আনবে….

কিন্তু প্যারিস ক্রমশ সমাজবিরোধীদের জায়গা হয়ে যাচ্ছে,দিনের পর দিন আর রাজনীতির কূটকচালি আর ভালো লাগছে না চার্লসের।
সে একটু নির্জনতা চাই…. তাই খবরের অজুহাতে চলে যায় লণ্ডনের নির্জন একটা পাড়ায়।
রোজকার কম,তাই বাধ্য হয়েই একটা ছোট্ট ঘর নেয় ভাড়ায়।লুসিও তার ছায়াসঙ্গী হয়ে চলে আসে লণ্ডনে।একই শহরে আলাদা পাড়ায় বাস।

লুসির সমুদ্র বড়ো প্রিয়,যদিও সে কোন দিন সে কথা চার্লসকে জানায়নি।চার্লসের জলে ভীতি আছে,সেটা লুসি জানত।লণ্ডনের স্যঁতসেতে আবহাওয়া ও লুসির অপছন্দের,তবুও কি অস্বাভাবিক অমোঘ এক টান সে অনুভব করে চার্লসের প্রতি।এ কি শুধুই বন্ধুত্বের!

ক্লান্ত বিকেলে চায়ে চুমুক দিতে দিতে লুসি খবরের কাগজে চোখ রাখে…

মি.জেমস নামে এক সাংবাদিক অসাধারণ একটি ঘটনার কথা লিখেছেন… যদিও ধারাবাহিক।
অতিমানবীয় কোন শক্তির কথা!
মানে ব্লাক পাওয়ার!
ওহ্ মাই গড…
খুব মনোযোগ দিয়ে লুসি খবরের প্রতিটি লাইন পড়তে থাকে।
দরজায় বেল বাজার শব্দ,
ওহ্!
চার্লস,
প্লিজ ভিতরে এসো।আর দেখো !
আমরা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত,যত সাধারণ খবরে থাকি।
মি.জেমস কে দেখো…
কি দারুণ খবর নিয়ে কাজ করছেন।

চার্লস লুসিকে থামিয়ে বলে,এসব কিছু না,
অনাবশ্যক কল্পনা মাত্র!
ব্লাক পাওয়ার বলে কিছু নেই।
লুসিকে কথা গুলি বলার সময় চার্লসের মুখে ভয়ের চিহ্ন দেখা যায়,চার্লস মিথ্যা বলতে পারে না,তবুও সে আজ বানিয়ে বলছে,
বুদ্ধিমতী লুসি বুঝে যায়।
লুসি চার্লসের কাছে আবদার করে মি.জেমসের সাথে সে দেখা করবে।তার লেখার ধরণ খুব ভালো লেগেছে তার…
কিন্তু সে তো ফ্লোরিডার বাসিন্দা।
এখন ঘরে থাকবে,লণ্ডন থেকে ফ্লোরিডা যাওয়ার অনেক খরচ…!
দেখা করার তীব্র আপত্তি দেখায় চার্লস।

লুসি আরো হতবাক!
তার মানে মি.জেমস সম্পর্কে অনেক কিছু জানে চার্লস…..(ক্রমশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *