বন্ধন ==== অতসী চক্রবর্তী ঠাকুর

বন্ধন

অতসী চক্রবর্তী ঠাকুর

ঝুলন পূর্ণিমার রাতে আমাদের দেখা করার কথা ছিল।
সে ইঙ্গিত আমি তোমায় আগেই দিয়েছিলাম।
আমাদের এতদিনের অপেক্ষা জপ তপ…
প্রতিদিন একটু একটু করে দুজনের কাছে আসা

আজও হাতের মুঠোয় আগলে রাখি তোমার ভালোবাসার দান।
মনে পড়ে যেদিন তুমি কাছে এসেছিলে…
যৌবনের ডালি সাজিয়ে বলেছিলে…
অনেক ভালোবাসো আমায়…
জানো, প্রতি সন্ধ্যায় আমি তোমার কাছে আসি।
আমার আকাশ তোমায় উপহার দেবো বলে।
কথার আড়ালে লুকিয়ে রাখি মর্মভেদী মায়াবী আঁধার।
তুমি “বিজি আছি জ্বালিয়ো না “বলে ফোনটা কেটে দিলে…
বড্ড অভিমান হয়েছিল সেদিন।
একি স্বপ্ন ভাঙ্গার ইঙ্গিত?
আমি চাইনা … চাইনা আমি …
ত্যাগের অহংকার গায়ে মাখতে।

শুধু তুমি ই পার এ দগ্ধ হৃদয়ে শান্ত কুটির গড়তে
আমি ছাড়া কে জ্বালাবে তোমায়?
শুধু একটু হাসি বিনিময় মানুষ যদি সুখী হয়ে যেত…
ঠাট্টা তামাশায় ফাজিল পাখিরা তাহলে কবেই উড়ে চলে যেত।

মনে পড়ে যায়,
তুমি হেসে বলেছিলে ছেলেমানুষি যত তোমার।
কবে বড় হবে?
আমি আস্তে করে তোমায় কাছে টেনে নিয়ে বলেছিলাম ভালবাসি তোমায়।
লাভ ইউ জান।
এখন তুমি শুধুই ব্যস্ততা দেখাও।
রহস্যের পর্দা ভেদ করে আমি তোমার আগামীদিনের ব্যস্ততার খোঁজ নেবার প্রয়োজন বোধ করিনি।
কারণ সম্পর্কের মাঝে ব্যস্ততা এসে দাঁড়িয়ে পড়লে রহস্যের পর্দা সরে যাওয়ার আগেই আমি শেষ হয়ে যাব এ কথা নিশ্চিত।

মাথা নত করে মুকুট পরার চাইতে দূরে থেকেই তুমি বেশি সুন্দর কথাটি ঘোষণার জোর অনেক বেশি।

আমি তোমার এক সরল প্রেমিকা। তোমার চাইতে অনেক দুর্বল ও।
তোমার মতো কবিতা বলতে পারিনা।
ওসবে আমায় মানায় না।
আমি শুধু মুগ্ধ কানে তোমার রচনা শুনে যাই।
বরং তুমি যেখানে যাবে আমাকে তোমার সাথে নিয়ে যেও।
আমায় তোমার কাছে টেনে নিয়ে আমার সমস্ত লজ্জা কে তোমার অনন্ত সত্তা দিয়ে ঢেকে রেখো।

আমি, আমিও যদি তোমার মত ব্যস্ত হয়ে পড়ি একঘেয়েমি এসে যায় জীবনে,
তখন তুমিও কষ্ট পেও আমার দ্বিগুণ।
আমার বড্ড ভয় করে রসভঙ্গ হয়ে পড়ার।
হাতের মুঠোয় আগলে রেখো নদীর পাড়ে বসে থেকো।
ইয়ে রাতে ইয়ে মৌসাম নদীকা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া

বাসর সাজাও
আলো জ্বলবে সবকটা ঘর সেজে উঠবে
একটা জায়গা ঠিক খুঁজে নেব…
আকাশ মাটি শরীর-মন…
একটু শান্তি…
এর থেকে বেশি কিছু আমি চাই না গো

আমার ভীষণ ভয় হয়…
লক্ষ্যভেদী তীরন্দাজ পুরুষ মানুষ দেখলে
শহরে অনেক… অনেক ছড়িয়ে আছে।
তারা ভালোবাসে না ।
ভালোবাসার নামে বিষ ঢেলে দেয়।
জীবনের সুরটাই চলে গেলে বল আমি কোথায় যাই
ওই নীল আকাশের দিকে তাকিয়ে থাকলে কি তোমায় খুঁজে পাব?
কত কল্পনা ভরে একটু একটু করে তৈরি করেছি আমাদের ভালবাসার সফল মঞ্চ।
ইয়ে রাতে ইয়ে মৌসাম নদীকা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *