শ্রাবণ তানে মেঘমল্লার কলমে___মহুয়া গাঙ্গুলী

শ্রাবণ তানে মেঘমল্লার
কলমে___মহুয়া গাঙ্গুলী

আকাশ ছোঁয়া বাড়ি,
খোঁজ কেবল সুখী জীবন !
বাসনার রসনায় আচ্ছাদন ;
আধুনিকতায় ব্যস্ত মন
গাছেদের সাথে আড়ি
আজও যে শ্রাবণের হাতছানি !

মনখারাপের বিজ্ঞাপনে আকাশের মুখ ভারী
আকাশ বলে একটুখানি উদার হতে চাইরে,
মেঘ বলে অন্ধত্বে ঢাকছে মন ,
গাছ বলে আমরাও জীবন…
বৃষ্টি বলে চলুক কথোপকথন ।

রিমঝিম তান ভালোবাসার গান
আওয়ারা মন গাইছে শ্রাবণ…

একটুকু ছোঁয়া ছাতার প্রতীক্ষায়..
বিজ্ঞাপনে মেঘ পিওনের উঁকি;
ঝরঝর কড়কড় সবটাই আজ ভালোবাসায় ব্যপন….

কাজলা মেয়ে শাপলা তোলে ..
দীঘি ভরা টলটলে জল;
ছায়াঘন আয়নায় লজ্জায় বিভূষণ…
রিমঝিম রিমঝিম বৃষ্টির আবেদনে চুপচুপে বসনে, চুল বেয়ে টুপটুপে ঝরছে শ্রাবণ…
প্রেমের প্রথম কদমে নেশার ঘোরে আজও যে শ্রাবণই সেই মাতে…

দোপাটি বিকেল, চুমুকে চা
কেয়াফুলে ঢাকা অভিমান যতো
সিক্ত অনুরণন পাতাশেষের অন্তরে
একটু ছোঁয়া পেতে চাতকি আকুলতায়
টুপটাপ টুপটাপ চোখের পাতায়,
একটুকু শ্রাবণ ছোঁয় যত অভিমান শত
রবি ছোঁয়া সুরে মন ভিজে চলে…..
“শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে,পড়ুক ঝরে….”

এক কাপ চায়ের উষ্ণতার মাঝে…
কিছুটা ওমস্বীকারে আজও,
হয়তো বিস্মৃতি ধোঁয়া চোখে,
ঘোলাটে স্পর্শ শুধু ঠোঁটের আভরণে…

একটু সময় থমকে দমকা হাওয়ার টানে হৃদয় নিংড়ানো ক্ষত পেয়ালার শেষ চুমুকে!
মেঘের অভিমান যত বৃষ্টি নিবিঢ় তত,
ক্ষত ভিজে সপসপে অবিরাম শ্রাবণ মনে,
বৃষ্টিস্নাত আদুরে আকাশ দহন নিবারণে
রবির টানে সুর তুলে গায় মেঘমল্লার সুরে…
“শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়…ক্ষণে ক্ষণে….. শর্বরী শিহরিয়া উঠে, হায়”……..✍️””মহুয়া 🌧️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *