#প্রাতঃভ্রমন ও- কিছু টুকরো- কথা বন্দনা সিংহ রায়

ANG-109318 : Jogging ; people taking morning walk ; walking track at Bara Bangla area ; Thane ; Maharashtra ; India NO MR

#প্রাতঃভ্রমন ও- কিছু টুকরো- কথা

বন্দনা সিংহ রায়

দুজন মহিলা প্রাতঃভ্রমনে বেড়িয়ে —

একজন বলে উঠলো—আমার জা কী অসভ্য জানো !!ভীষণ বজ্জাত ,খুব পাজি —কেবল আমার পেছনে লাগবে —আমি চা করেছি খাব বলে —নিজের করতে কষ্ট হবে—আমার চা নিয়ে দেওর কে খাওয়ালো ।শ্বাশুড়ি কে আমার নামে ইনিয়েবিনিয়ে লাগায় । কি চালাক গো ওওও—
অপর জন বলে উঠল আমার ও কি শান্তি আছে —থাকিতো আলাদা তাও ঐখান থেকে ফোন করে আমার বরটাকে বাড়িতে নিয়ে যাবে আর ঐখানে গিয়েই আমার বরের মাথা বিগরোয়–এসেই আমার উপর কি হম্বিতম্বি —যেন যা হয়েছে সব কিছুর জন্য আমার ই দোষ ।বলিতো যাও তুমি ঐ বাড়িতে গিয়ে থাকোগে

পেছনে আসছিল এক স্বামী স্ত্রী —ভদ্রমহিলা বলে উঠল—শোনো শোনো—ভোরের রোমান্টিক মুহূর্তে আমার একটা ফটো তুলে দাওতো —

ভদ্রলোক বলে উঠল —কেন এখন ফটো তুলে কি করবে,

ভদ্রমহিলা—-ঐ একটু ফেসবুক এ দেব ।

ব্যাস ভদ্রলোকের মাথায় যেন বাজ পড়ল —-কি ??
ফেসবুক এ ছবি দেবে ??এত ছবি দেওয়ার কি আছে ?পুরুষ গুলোর মাথা না খেলে হচ্ছে না ??
শুধু ফটো পোষ্ট —পুরুষ গুলো আহা কী চমৎকার ,কী সুন্দরী বলবে —ঐগলো শুনতে চাও তাই না ?আর সেই গুলো গুনবে কটা লাইক পড়ল কটা কমেন্ট পড়ল তাইতো ।

যাচ্ছে তাই তোমরা মেয়েরা ।ক ই আমার সঙ্গে বা ছেলের সঙ্গে ফটো তো দিতে দেখিনা ??যত্তসব—

ভদ্রমহিলা—-রেগে আগুন —কি যাতা বলছ —তোমরা দাওনা ???তোমরা পুরুষ রা মাথা খাওনা ??অনেক কিছু বলতে পারি —
কি বলবেটা কি বলে ফেল ?
চলতে লাগল দ্বন্ধ —
আমি বাবা বাড়ি পলায়ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *