= “ সময় থাকতে.. ” = সুব্রত মুখোপাধ্যায়

= “ সময় থাকতে.. ” 
….. সুব্রত মুখোপাধ্যায় 
.
শহর পা ছড়িয়েছে যত – ছোটো হয়ে এসেছে আমার শ্বাস
গুটিয়ে এসেছে হাঁটাচলা – নির্ভরতা ও বিশ্বাস
এখনো কিছু আমগাছ অবশিষ্ট…
আর কিছু অচেনা পাখির গান
ওরা থাক । আর হয়তো কয়েক সেকেন্ড বাকি –
এবার বরং ফুঁ দিয়ে মাংস থেকে উড়িয়ে দিই অস্তিত্ব
ঘুরে চলুক শাঁ-শাঁ অর্থকরী ছন্দের চাকা
সোনালি গোধূলির পরিশ্রান্ত দেহ ভেদ করে –
কৌশলী দক্ষতায় !
একটা মস্ত সৌরঝড় আসার আগে – সমস্ত আলো নিভে যাবে তারপর …
গাছ… পাখির গান… অনস্তিত্ব… অনর্থক ভাষ্য… সব ।
© Copyright 2018 ®

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *