মুমূর্ষু আঙুল —– গৌতম চট্টোপাধ্যায়

গৌতম চট্টোপাধ্যায়ের কবিতা….

মুমূর্ষু আঙুল
গৌতম চট্টোপাধ্যায়

পোকার মত কিলবিল করে উঠে আসছে
হাজার হাজার আঙুল..,
নালা- নর্দমা’র ভেতর থেকে
ঘিঞ্জি গলি বেয়ে
ধ্বসে যাওয়া ম্যাকাডেমাইজড্ রাস্তায়, কালচে..
সরীসৃপের মতো হেঁটে বেড়াচ্ছে..
একটি আঙুল আরও কত আঙুলকে
আষ্টেপৃষ্টে জড়িয়ে…,
কৃষ্ণ গহ্বর থেকে বেরিয়ে আসা এ আঙুলের
কোনও নখ নেই,কোণায় রক্ত জমাট,
চুষে চুষে খেয়েছে জোঁক, বিবর্ণ, পরিত্যক্ত..,
এ আঙুল জিভ ছুঁতে পারে, টানতে শেখেনি,
এর খিদে লাগে না, আগুন জ্বলে না,
ঘাম ঝ’রে ঝ’রে আগুন স্তিমিত!
এ আঙুল তবলীগি ভাইরাস নয়..
এ আঙুল পাথর ছুঁড়তে শেখেনি..
এ আঙুল “” একলব্য’দের…
বয়ে বেড়ায় পঞ্চবর্ষীয় যোজনার কালি!
অর্জুন,কর্ণ এর মতো নেই এদের বীরত্ব
এরা চিরকাল বিস্মৃত, উপেক্ষিত,
ছোট সামান্য দৃশ্য!
আত্ম- রক্ষা আর নির্ভরতার ধনুষ্টংকার
শুনতে না চাওয়া কত শত দ্রোণাচার্য
এদের কাছে দক্ষিণা নেয় রোজ!
আর ছড়ানো ছিটানো রাস্তায়
মুমূর্ষু এ আঙুলের প্রতিক্ষণ চলে
শ্রাদ্ধ নিমিত্ত ভোজ!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *