।।উনপঞ্চাশ ভাবনা ও আমার গণতন্ত্র।। সুজিত মুখোপাধ্যায়।।

।।উনপঞ্চাশ ভাবনা ও
আমার গণতন্ত্র।।

সুজিত মুখোপাধ্যায়।।

আজ ছাব্বিশে ।
কাঁচ কাগজে আমার ভোটার কার্ডে ,
একবার মুখ মিলিয়ে দেখা —
আমার গণতন্ত্র।

সকালে মাংস দোকানে লাইন,
দুপুরে ঝোলের বাটিতে টাগরা ঝাল—
আমার মগজের ঘাম ঝরায়।
আমার গণতন্ত্র।

ফি বছরে , ভোট মেশিন।
মোহনিয়া বাঁশির সুরে ,
ভুলে যাওয়া কথার পোস্টার ,
ফ্যাকাশে হলে।
আমার গণতন্ত্র।

কোথাও পতাকা ওড়ানো দেখে,
রাস্তার ধারে শীতের একটা লোম খাঁড়া বাতাস ,
আমার গণতন্ত্র।

কালো পলিব্যাগে মুড়ে রাখা সাদা ফুলে ,
পতাকার বেদি আমার।
আমার গণতন্ত্র।

হারমোনিয়াম বেলোয় ,
রবি -নজরুলের শ্বাসে ,
আমার গণতন্ত্র।

লাটাই ছেঁড়া ঘুড়িটা ,
শেষবার কাঁটা তার আঁকড়ে ধরা ,
পুরো আকাশ —
আমার গণতন্ত্র।

সীমানার ধার ঘেঁষে ,
জলপাই কুচকাওয়াজের
উদ্ধত স্পর্ধায় —-
আমার গণতন্ত্র।

মন্দির -মসজিদ-গির্জায় ,
ঠান্ডা মোমের চুড়ো গুলো গলে গেলে,
আমি মানুষের মিনারের বুকে,
পতাকা ওড়ায় —
আমার গণতন্ত্র।

বিশ্বাসের মরা মাছ,
লালচে কানকো তে ,
আমি বহু দেশ ছুঁয়ে আসা
নদীর গন্ধ পায়।
খুঁজে পায় দেশান্তরের সব নাড়ি রঙ —
আমার গণতন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *