কোজাগরী’র এক লাইনের কবিতা….

কোজাগরী’র এক লাইনের কবিতা….

১)স্বপ্নেরা সূর্যের মতো বাঁচিয়ে রাখে,দগ্ধায়।

২)জং ধরে যাওয়া বাক্সে বন্দি থাকে সম্পর্কের মমত্ব।

৩)সমস্ত সঞ্চয় শেষে ধুলোমাটি, খাঁ খাঁ পিঞ্জর।

৪)মনের প্রতিবিম্বকে চিহ্নিত করে স্বর।

৫)ঘুম ভাঙলে সব সম্পর্কই কাল্পনিক লাগে।

৬)শ্যাওলার দাগে পড়ে থাকে জীবনের না বলা কথার জলছবি।

৭)যে চলে যায়, সে জানে না কতকিছু ফেলেও যায়।

৮)শারীরিক মৃত্যুর শেষে গন্ধ বেঁচে থাকে।

৯)বসন্ত জানে না,কোকিলের হাহাকারের পান্ডুলিপি।

১০)বিশ্বাসের কোনো জন্ম নেই,বিশ্বাসের কোনো মৃত্যু নেই।অথচ প্রতিদিন দেখি এক একটি মুহুর্তের পর্ণমোচন।

১১)অতীতেরও আছে দীর্ঘ সুবাস, সংখ্যা বদলে যায় ।

১২)জীবনের ডাকবাক্সে পড়ে থাকে না- পাঠানো অস্তিত্বের চিঠি।

১৩)আজ মৃত্যু মৃত্যু লাফাই, অথচ একদিন মায়ের গর্ভে রোদ্দুর খুঁজেছি।

১৪)কষ্টকে লাঙ্গল করলে সোনার ফসল।

১৫) কবি মাত্রই অক্ষর, বর্ণপরিচয়।

১৬)জীবন নামের পঞ্জিকায় আজীবন থেকে যায়, আলোকিত ক্যানভাস..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *