নিলাম/ কলমে – অসীম মজুমদার

বিভাগ – কবিতা
শিরোনাম – নিলাম
কলমে – অসীম মজুমদার
তারিখ – ০৩/১২/২০২০

নিলাম চলছে রাজপথে – গ্ৰামে, শহরে, নগরে, বন্দরে
নিলামে উঠছে দেশ আজ – মিরজাফরেরা দেশের অন্দরে,
নিলামে উঠেছি আমরাও – তুমি আমিই বা বাদ কেন!
নিলামে বিবেক, নিলামে সত্তা – নিলামের দরে হার মানো।

নিলাম কি বোঝে কৃষক শ্রমিক – শ্রমের মূল্য অর্থহীন
নিলাম মানেই অভুক্ত পেট – চড়া সুদে শুধু বাড়বে ঋণ,
নিলামের টানে কৃষকেরা নামে মাঠ ছেড়ে আজ রাজপথে –
নিলাম প্রহরী বলবে না কথা – শুধু অপেক্ষা অশান্ত মনোরথে।

নিলামে ওঠে রুজিরুটির আশা – হতাশায় ভোগে এই সমাজ,
নিলামে কাড়ে তরতাজা প্রাণ, স্বপ্ন সমাধি করছে বিরাজ –
নিলামের ধন আসে কোথা থেকে, তোমার আমার মাথার ঘাম;
নিলামে ওঠে সামান্য সঞ্চয়ও, নেই গরিবের কষ্টের দাম।

নিলামে জেতে আছে যার ঘরে উপরি ধনের ভান্ডার,
নিলামে বিক্রি তেনাদের মাথা – লেনদেন টেবিল আন্ডার।
নিলামেতে ভোট কেনা বেচা হয়, হয় ভাই – বন্ধুর হত্যা
নিলামের নামে দল ভাগাভাগি – মসনদে স্বার্থলোভী প্রেতাত্মা।

নিলামের বলি চিরকালীন নারীত্বের অসম পরিণাম
নিলামে উঠছে নিলামে নামছে নারী জাতির সংগ্ৰাম –
নিলাম শুধু বাইরে তো নয় – ঘরে ঘরে চলে নিলাম হায়
নিলাম স্নেহেতে ছেলের আদর, মেয়েরা আগুনে পুড়তে চায়।

নিলাম দেখেও হাসছে যারা – অন্যের ক্ষতি নিজের কি?
নিলামের বুলি বড্ড ছোঁয়াচে – কে আর দেবে তাকে ফাঁকি,
নিলাম বিরুদ্ধ আওয়াজ তুললে হয়ত থামবে কান্নার রোল
নিলাম চাই না, চাই সমাধান – জনে জনে বলো ‘হাল্লা বোল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *