#ব্রজবুলি_ভোর #শিবানী_বিশ্বাস

#ব্রজবুলি_ভোর

#শিবানী_বিশ্বাস

বুকের ভেতর শঙ্খচিলটা ডানা ঝাপটালেই আকাশ হয়ে
একটা পানকৌড়ি-ডুব দিয়ে মেঘের পরত পেরিয়ে
জাফরানী সূর্যের সাথে গোলাপি উড়ানে আদিগন্ত শয্যায়
জলজ আখরে প্রেম লিখে দিতে ইচ্ছে করে-
একটা অবুঝ কিশোরী-প্রেম ,যেন
উদ্ভিন্ন কুঁড়ির মতো অস্ফূট শব্দ-তরঙ্গ !

একতারা ঢেউ বিকেলের জলে বাউলরঙা ডাক দিলে
লালচে উঠোনে পিঁড়ি পাতে ভাসানের গান
কলার ভেলা শূন্য গতিপথে বাসর সাজায় আদিম শ্বাসের
একটা আগুন-স্বপ্নে বেহুলার সব হারানোর কালঘুম
কান্নাসেতারে ঘুঙুরের বোলে ওঠে জীবনের গান,যেন
প্রেমের তিরতিরে সুখ !

বনজ্যোৎস্নার কুসুমে দারুচিনি-স্বপ্নেরা
কালরাত্রির বাসর সাজালে
নাগকেশরের বিষে নীল হতে হতে
গতজন্মের গাঙুরের জলে ভেসে যাওয়া মনে পড়ে , যেন
চন্দ্রাহত প্রেম ; শ্যাওলা জড়ানো
গতিহীন ভেলায় ভাসতে থাকা প্রেমের
ব্রজবুলি ভোর !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *