★খোঁজ★ কাজী নুদরত হোসেন

(কাজী নুদরত হোসেন)

★খোঁজ★
—————

–উদভ্রান্ত পথিক, খুঁজছো কাকে ?

–একটি মেয়ে..খুঁজছি তাকে..

–কেমন পারা? বয়স কত ?

–হয়তো বা কম, হয়তো বেশি,
কিংবা ভরা যৌবনই তো..

–রূপবতী ??দেখতে কেমন ?

–ঠিক জানি না.. রূপের, নাকি অরূপ রতন…

–ছিলো কোথায়?দেখোনি আগে ?

–নিত্য সে তো বুকের মাঝে..
দেখি তো রোজ সঙ্গোপনে।

–দেখোই যদি হারাও কেন?

–পাবার যে নয়, হারিয়ে যাবার..
নিদ্রাঘোরের স্বপ্ন যেন !

–কবে থেকে খুঁজছো তাকে ?

–সেই যে ঊষালগ্ন থেকে..
সকাল বিকাল আজন্মকাল..

–পাগল হয়ে কেন খোঁজা ?
–মনের কথা মনই জানে,
যায় না বোঝা..

–খুঁজলে কোথায় ?

–গাছগাছালির অরণ্যপথ..
বনছায়ায়…

–খোঁজোনি আর অন্য কোথাও ?

–নদীকূলের সবুজচরায়..
গহনরাতের আধজোছনায়..

–হন্যে হয়ে লাভ কী খুঁজে ?

–পাওয়াতে আর কতই বা সুখ? হারানোতেই সুখ আছে যে..

——————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *