ধ্যান / বানী দেব

ধ্যান / বানী দেব
(পূর্ব প্রকাশিতর পর)
——————————–
আত্মার সাথে পরমাত্মার যোগ ঘটলে চিন্তাশূন্য সচেতনতার স্থিতিতে অবস্থান করা যায়। অর্থাৎ Thoughtless awareness, চেতন স্তর থেকে চিন্তাশূন্য হওয়া। আমরা সবসময় চিন্তা করেই চলি। কখনো অতীত কখনো ভবিষ্যৎ ভাবনায় ডুবে থাকি, বর্তমানে থাকতে পারি না। ধ্যান হলো একটা চিন্তার সাথে আরেকটা চিন্তার মধ্যে যে ফাঁকা সময়, অর্থাৎ gap, তাকে বলা হয়। কুন্ডলীনি জাগরণ হলেই একমাত্র চিন্তা শূন্য হওয়া যায়। প্রথমে এটা খুব অল্প সময়ের জন্য হয়, কয়েক সেকেন্ড, ফলে তা বোঝা যায়না। প্রতিদিন অভ্যাসে এই সময় ক্রমশ বৃদ্ধি পায়, ধ্যান বা চিন্তা শূন্য সচেতনতা অনুভব করা যায়। এর ফলে মনে শান্তি আর আনন্দ প্রতিষ্ঠিত হয়। জীবন হয়ে ওঠে উদ্বেগ শূন্য, রোগহীন, আনন্দময়। সতর্ক থাকতে হবে যেসব গুরুরা এসব কারনে পয়সা নিয়ে থাকেন তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। পরমাত্মার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। যিনি নিঃশুল্ক ভাবে সামুহিক উপায়ে কুন্ডলীনি জাগরণ ঘটাতে পারেন তিনিই প্রকৃত গুরু।

—-
(শেষ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *