করিডর বাস্তবায়নে বালুরঘাট মালদার উপর দিয়ে ছুটবে রাজধানী এক্সপ্রেস

১১ই ডিসেম্বর, বালুরঘাটঃ ইতিমধ্যে বাংলাদেশের মধ্যদিয়ে টুরা-হিলি করিডরের কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত মেলায় করিডর আন্দোলন আরো একধাপ এগতে চলেছে শুধু নয়, দক্ষিন দিনাজপুর জেলার রেল উন্নয়নের দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।  আর করিডরে সরক পরিবহনের সঙ্গে সঙ্গে রেল যোগাযোগ গড়ে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার, যা আসাম ও মেঘালয়ের রেল পরিবহনকে আরো দ্রুত ও বিকল্প যোগাযোগের মাধ্যমে পরিনত হবে বলে জানান দেশের দুই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী ও জিতেন্দ্র সিং।

ভারত সরকার এই করিডর নির্মাণের সঙ্গে যুক্ত করতে চাইছে মেঘালয়ের পাশাপাশি উত্তরপূর্ব ভারতের অন্যান্য রাজ্যকে, যাতে দেশের রাজধানীর সঙ্গে আরো দ্রুত যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয় উত্তর পূর্ব ভারতের। গত সপ্তাহে দিল্লীতে কেন্দ্রীয় সরকারের এই দুই মন্ত্রীর সঙ্গে দেখা করেন করিডর কমিটির দুই সদস্য আহ্বায়ক নবকুমার দাস ও প্রাক্তন সাংসদ রণেন বর্মণ এবং সংসদের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সেইখানেই এই দুই মন্ত্রী আশ্বাস দেন করিডরে সরকের পাশাপাশি রেল যোগাযোগ তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার, যার ফলে এই পথ দিয়েই উত্তরপূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ট্রেন গুলোকে চালাতে চাইছে কেন্দ্রীয় সরকার। যারফলে উত্তরপূর্ব ভারত থেকে চালানো রাজধানী সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন গুলো বালুরঘাট ও মালদার উপরদিয়ে দেশের অন্যান্য প্রান্তে পৌছে যাবে। মালদা ও দুই দিনাজপুর সহ বিস্তৃন্ন এলাকার মানুষজনদের দাবী ছিলো দেশের রাজধানীর সঙ্গে যোগাযোগের কোন দ্রুত গতির কোন ট্রেন এই রুটে নেই, আগামীতে এই করিডর গড়ে উঠলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা পেতে পারবে এই এলাকার বাসিন্দারা বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *