দক্ষিন দিনাজপুর জেলায় পুলিশ কালীপূজায় সম্পূর্ণ নিশিদ্ধ করলো ডিজে ও জুয়া

২৩শে অক্টোবর, বালুরঘাটঃ বালুরঘাট থানা এলাকার একাধিক কালীপূজা উদ্যোক্তাদের নিয়ে গত মঙ্গলবার পূজা সংক্রান্ত একটি বৈঠকে সম্পূর্ণ নিশিদ্ধ করলো ডিজে ও জুয়া। বিভিন্ন উৎসবে বালুরঘাটে ডিজে বাসিন্দাদের কাছে সবথেকে বড় সমস্যায় পরিনত হয়েছে। ডিজের আওয়াজে শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে ওঠা মানুষদের এবার দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ স্বস্থি দিতে চলেছে। পাশাপাশি কালীপূজায় বিভিন্ন ক্লাব বাড়তি আয়ের আশায় জুয়ার আসর বসাবার অভিযোগ বারবার সামনে আশায়, এইদিনের বৈঠকে ক্লাবদের কেউ সতর্ক করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন বার বার ডিজের আওয়াজ নিয়ে আপত্তি তুলে এসেছে শুধু নয়, যে যে এলাকায় ডিজে বাজিয়ে পূজার আয়োজন হয় সেই সব এলাকা থেকে একাধিক অভিযোগের ঘঠনা সামনে আসে। সেই সব দিক বিবেচনা করে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ এবারের কালীপূজায় ডিজে নিশিদ্ধ করেছে।

পাশাপাশি এলাকায় এলাকায় জুয়ার রমরমা কমাতে এবার থেকে কোন কালীপূজা কমিটি জুয়ার আয়োজন করতে পারবেন। অভিযোগ জেলার বহু ক্লাব কালীপূজায় এই জুয়া আয়োজন করে, যার ফলে ক্ষতিগ্রস্থ হয় বহু মানুষ। সেই সব কিছু প্রতিরোধ করতেই জেলা পুলিশের এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *