সতীর ৫১ পীঠের থিমে সাজবে হিলির ত্রিমোহিনীর অমর ফ্রেন্ডস্ স্টাফ ক্লাবের পূজো মন্ডপ

হিলি, ২৯ সেপ্টেম্বরঃ সীমান্তের পূজোর আকর্ষন বাড়িয়ে সতীর ৫১ পীঠের দৃশ্য ফুটে উঠছে হিলির ত্রিমোহিনী পূজো মন্ডপে । অমর ফ্রেন্ডস্‌ স্টাফ ক্লাবের উদ্যোগে সমস্ত পীঠের দেখা মিলবে পূজোর কটা দিন । ক্লাবের ৪৯ তম বছরে প্রচুর দর্শনার্থী টানতে অভিনব ভাবনা উদ্যোক্তাদের । স্থানীয় মৃৎ শিল্পী গোবিন্দ পাল বিগত দেড় মাস ধরে প্রতিমা গড়ার কাজ করছেন । দেবী প্রতিমার পাশাপাশি পূজো মন্ডপেও আলাদা মাত্রা দেবার চেষ্টা হয়েছে । বিশাল বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এবারে মন্ডপ ।

দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ব্লকের বেশ কিছু পূজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ত্রিমোহিনীর অমর ফ্রেন্ডস্‌ স্টাফ ক্লাব । প্রতি বছর ক্লাব উদ্যোক্তারা দর্শনার্থীদের নতুন কিছু দেবার চেষ্টা করেন । এবারে পূজো মণ্ডপ জুড়ে সুপারি, হরতকি সহ একাধিক রবিশস্য দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে । মন্ডপের পাশাপাশি আলোক সজ্জাতেও দর্শনার্থীদের কাছে টানতে বিভিন্ন কাটুন চরিত্রের সাহায্য নেওয়া হচ্ছে । স্থানীয় মহন্ত ডেকরাটার্স লাইটিংএর কাজ করছে । এবারে চতুর্থীতে পূজোর উদ্বোধন করবেন ক্লাব উদ্যোক্তারা । পূজোর কটা দিন বস্ত্র দান সহ একাধিক সমাজসেবা মূলক কাজ কর্মের আয়োজন হবে ।

ক্লাবের সম্পাদক কৌশিক মাহাত জানিয়েছেন, স্থানীয় শিল্পিদের গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের পূজোয় । গত বছর জেলার সেরা প্রতিমার পুরষ্কার পেয়েছিলেন তাঁরা ।  এবারেও নতুনত্বের ছোঁয়ায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে পূজো মন্ডপে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *