রাতভর মাইকে প্রচার করে এনআরসি আতঙ্ক ছড়িয়ে তোলাবাজি যুবকদের

বালুরঘাট, ২৩ সেপ্টেম্বরঃ এনআরসি আতঙ্ককে কাজে লাগিয়ে অল্প সময়ে বেশী মুনাফা লুটতে সাধারণ মানুষকে বিপাকে ফেললো এক দল যুবক । একটি মোবাইল দোকানের তরফে রাতভর মাইকে প্রচার করে মানুষকে ভয় দেখিয়ে ঘুর পথে তোলাবাজির অভিযোগে শোরগোল পড়েছে ।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের গোপালবাটি পঞ্চায়েতের সিউই এলাকার ঘটনা । এনআরসি থেকে বাঁচতে ভোটার কার্ডের সাথে আধার ও প্যান কার্ড রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বলে প্রচার করা হয় এলাকা জুড়ে । রাতভর ওই মাইকিং শুনেই একপ্রকার আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার মানুষ জন । সকাল হতেই লম্বা লাইন দিয়ে টাকার বিনিময়ে নিজেদের রেজিস্ট্রেশন করেন কিছু কিছু মানুষ । এদিন ওই ঘটনা জানার পরেই অভিযুক্ত যুবক স্বজল সরকারের দোকানের লাইসেন্স বালিত করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মহকুমা প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *