লাইব্রেরী সাইন্স পাশ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালেন অর্পিতা ঘোষ

৩০শে আগষ্ট, বালুরঘাটঃ জেলার বিদ্যালয় থেকে সাধারন গ্রামীণ লাইব্রেরী গুলোতে প্রচুর শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগের দাবীতে বুধবার বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের সঙ্গে বৈঠক করেন লাইব্রেরী সাইন্স পাশ করা কয়েকশ যুবক ও যুবতীরা।এইদিন তাদের দাবী অর্পিতা ঘোষের কাছে ডেপুটেশন দেন জেলার কয়েকশ বেকার যুবক যুবতী। তাদের দাবী ২০০৯ সালের পরে জেলার গ্রামীণ ও সাধারন লাইব্রেরী গুলোতে কোন শূন্যপদ পূরন হয়নি। ২০১২ সালের পরে জেলার বিদ্যালয় গুলোতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ হয়নি যা দ্রুত নিয়োগ করতে তারা জেলা শাসকের কাছে দাবী জানান। তারা বলেন জেলার ৫৪টি লাইব্রেরীতে প্রায় ৩০টি পদ শূন্য, এছাড়াও অনেক বিদ্যালয়ে লাইব্রেরীয়ান নেই। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন ঠিক ভাবে পরিচালন করতে ও গ্রামীণ লাইব্রেরী গুলোতে পরিষেবা অব্যাহত রাখতে দ্রুত লাইব্রেরিয়ান নিয়োগ করার দাবী করেন তারা।

এছাড়াও তারা তাদের ৭ দফা দাবীতে বলেন কোন চুক্তি ভিত্তিক নিয়োগ নয়, স্থায়ী পদে স্থায়ী লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে। দীর্ঘদিন নিয়োগ না হবার কারনে জেলার লাইব্রেরী গুলোর হাল বেহাল দশায় পরিনত হয়েছে। একজন লাইব্রেরিয়ান একাধিক লাইব্রেরীর দায়িত্বে থাকায় নিয়মিত লাইব্রেরী গুলো পরিচালিত হতে না পারাই, ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা। ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে লাইব্রেরিয়ান ও কর্মী না থাকায় ক্রমেই খারাপ হচ্ছে পরিষেবার মান। লাইব্রেরী সাইন্স পাশ ছাত্ররা আমাদের জানান তারা এইদিন এই দাবী দক্ষিন দিনাজপুরের জেলা শাসক থেকে বিদ্যালয় পরিদর্শক, জেলা লাইব্রেরী আধিকারিকের কাছে তাদের এই দাবী পত্র তারা দিয়েছেন, জেলা শাসক থেকে সবাই তাদের কথা শুনে, দাবী পত্র যথাযথ স্থানে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। এইদিন বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের সঙ্গে তারা দেখা করেন, তিনি তাদের এই বিষয় তৎক্ষণাৎ সংস্লিষ্ট মন্ত্রীকে ফোন মারফৎ জানতে চান। মন্ত্রী বিধানসভায় ব্যাস্ত থাকায় এই বিষয় নিয়ে পরে তার সঙ্গে কথা বলবেন বলে জানান লাইব্রেরী ও জনশিক্ষা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *