ঘুমন্ত অবস্থায় বাড়ির সর্বস্ব চুরির ঘটনা ঘটলো বালুরঘাটের এক চিকিৎসকের বাড়িতে

বালুরঘাট ২৭ আগষ্টঃ এক চিকিৎসকের বাড়ির জানলার গ্রীল ভেঙে নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল চোরের দল। গতকাল রাত্রে দুসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বেসরকারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। খবর পেয়ে তদন্তে নামে বালুরঘাট
থানার পুলিশ। যদিও বিকেল অবদ্ধি চুরির কোন কিনারা করে উঠতে পারেনি পুলিশ বলে থানা সুত্রে জানা গেছে।

অপরদিকে পুলিশ সুত্রে জানা গেছে বালুরঘাট থানার কামারপাড়া হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তাফা বালুরঘাট বেসরকারি বাসস্ট্যান্ডের ঠিক পেছনে ভাড়া বাড়িতে থাকেন। চিকিৎসকের পরিবারের অভিযোগ গতকাল রাত্রে তারা অনান্য দিনের মতো রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন তাদের আলমারি খোলা। আলমারির জিনিশপত্র মাটিতে ছড়ানো। আলমারিতে রাখা বেশ কয়েক হাজার টাকা ও তাদের বাড়ির মহিলাদের বেশ কয়েক ভরি সোনার গয়না উধাও। পরে দেখেন ঘরের জানলার গ্রীল ভেঙেই চোরের দল তাদের ঘরে ঢুকে সব কিছু নিয়ে চম্পট দিলেও তারা কোন টের পায়নি বলে তারা জানিয়েছে। তাদের সন্দেহ ঘুমিয়ে পড়ার মত কোন কিছু স্প্রে করা হয়ে থাকতে পারে এই চুরির ঘটনায়। না হলে পাশের ঘরে থেকেও তারা কেন কিছুই টের পেলেন না কীভাবে।   পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ জানালে তদন্তে আসে বালুরঘাট থানার পুলিশ।

অন্যদিকে বালুরঘাট বেসরকারি বাসস্ট্যান্ড এলাকাটি শহরের বলতে গেলে প্রান কেন্দ্র। রাত হলেও চার দিক জুড়ে যেমন বিদ্যুতের আলোয় আলোময় থাকে। তেমনি রাত হলেও গাড়ি চলাচল করার দরুন লোকজন চলাচল রাত বিরেতেও হয়ে থাকে। সেক্ষেত্রে এরকম একটি এলাকা থেকে জানলার গ্রীল ভেঙে চুরির ঘটনা এলাকার অনান্য বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করেছে বলে স্থানিও বাসিন্দারা জানিয়েছে।

বালুরঘাট থানার আই সি জয়ন্ত দত্ত জানিয়েছেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছে। পাশাপাশি পারিপার্শিক এলাকাতেও পুলিশ নজরদারি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *