বালুরঘাটে আনুষ্ঠানিক ভাবে শুরু হল রোটা ভাইরাসের টীকা করণ

বালুরঘাট, ২১ আগস্টঃ এরাজ্যে তুলনামূলকভাবে শিশুমৃত্যুর সংখ্যা কম হলেও সারা দেশে বছরে প্রায় ৯ লক্ষ শিশুর মৃত্যু হয় রোটা ভাইরাস ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে । ডায়েরিয়ায় শিশুমৃত্যুর সংখ্যা কমাতে শিশুদের রোটা ভাইরাসের ভ্যাকসিন খাওয়ানো শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর । বুধবার বালুরঘাট জেলা হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় ৬ সপ্তাহ থেকে ১৪ সপ্তাহের শিশুদের রোটা ভ্যাকসিন খাওয়ানোর উদ্বোধন করেন জেলা শাসক নিখিল নির্মল ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে । স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ডায়েরিয়ায় আক্রান্ত শিশুদের রোটা ভাইরাস টিকাকরন করা হত বাইরে থেকে । যার জন্য খরচ পড়ত ৪ থেকে ৫ হাজার টাকা । তবে এখন থেকে রাজ্য সরকার রোটা ভাইরাস টিকাকরন শুরু করল একদম বিনামূল্যে । আজ থেকে রাজ্যের সবকটি স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের রোটা ভাইরাস টিকাকরন কর্মসূচি চলবে ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, সারা দেশে ৩৩ লক্ষ শিশু রোটা ভাইরাস ডায়েরিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালগুলিতে ভর্তি হয় । এরমধ্যে প্রায় ৯ লক্ষ শিশুর মৃত্যু ঘটে । রাজ্যেও এই রোগে আক্রান্ত শিশুমৃত্যুর সংখ্যাও খুব একটা কম নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় আজ থেকে শিশুদের রোটা ভাইরাস টিকাকরন কর্মসূচি শুরু করা হল। এরফলেএই রোগে আক্রান্ত শিশুমৃত্যুর সংখ্যা অনেকটাই কমানো যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *