দক্ষিন দিনাজপুর জেলার রেল পরিষেবা নিয়ে মন্ত্রীর কাছে সংসদে উত্তর চাইলেন সাংসদ সুকান্ত মজুমদার

১০ই জুলাই, দিল্লিঃ সংসদে দক্ষিণ দিনাজপুর জেলার বেহাল রেল ব্যবস্থার চিত্র তুলে ধরলেন বালুরঘাটের সংসদ ডক্টর সুকান্ত মজুমদার। বেহাল রেল পরিষেবা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ উগ্রে দিলেন তিনি। বুধবার সংসদে দাঁড়িয়ে সুকান্ত বাবু বললেন, 1947 সালে ভারত স্বাধীন হবার পর থেকে 70 বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় উন্নত রেল ব্যবস্থা গড়ে ওঠেনি এই জেলায়। তিনি বলেন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে এই জেলায় প্রথম রেল ব্যবস্থার স্বাদ পায় এ জেলার মানুষ। ২০০৪ সালে প্রথমবার রেলগাড়ি দেখবার সুযোগ পেয়েছিলেন তারা, কিন্তু তারপরেও প্রায় 13 বছর অতিক্রান্ত হলেও এই জেলার মানুষ পাইনি কোন উন্নত রেল পরিষেবা। রাজ্যের রাজধানী কলকাতা কিংবা উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনো বালুরঘাটের সঙ্গে সেভাবে গড়ে ওঠেনি। এই জেলায় কলকাতা সঙ্গে প্রতিদিন ট্রেন পরিষেবা আজ পর্যন্ত গড়ে ওঠেনি। সপ্তাহে দুদিন পূর্ণাঙ্গ ট্রেন রাতে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়লেও প্রতিদিন রাতে একটি লিংক ট্রেন গৌড় এক্সপ্রেস এর সঙ্গে যুক্ত হয়, যা এ জেলার মানুষকে সম্পূর্ণ রেল পরিষেবা দিতে ব্যার্থ হয়েছে। সকালে তেভাগা এক্সপ্রেস সপ্তাহে ছদিন কলকাতা সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। নেই দিল্লির সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা, শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস প্রতিদিন চললেও মাঝেমধ্যেই তা বন্ধ করে দেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল। যার ফলে এই জেলার মানুষকে নিত্যদিন রেল ভোগান্তির শিকার হতে হয়। এইসব জানিয়ে এই দিন রেলমন্ত্রীর কাছে উত্তর চান বালুরঘাটে সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। তিনি এদিন রেলমন্ত্রীর কাছে এ জেলার রেল ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে উত্তর জানতে চেয়ে তিনি বলেন, এ জেলার রেল ব্যবস্থা কবে উন্নতি লাভ করবে এবং এই জেলার বকেয়া রেল প্রকল্প গুলো কবে সমাপ্তি হবে তা জানাক মাননীয় রেলমন্ত্রী। তিনি বলেন সপ্তাহ শেষে বালুরঘাটের বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য তার বাড়ি যাওয়া সম্ভব হয় না। কারণ বাড়ি যেতেই দুই দিনের ছুটি পার হয়ে যায়। এদিনের কয়েক  মিনিটের তার বক্তব্যের পুরোটাই ছিল কেন্দ্রকে আক্রমণ করে তার ঝাঁজালো বক্তব্য। এই জেলার রেল ব্যবস্থা উন্নয়ন নিয়ে রেল যে সেভাবে কোনদিনই ভাবনা চিন্তা করেনি তা এক প্রকার তিনি এদিন সংসদে উগরে দেন এবং তার সংসদীয় এলাকায় দ্রুত রেল পরিষেবা উন্নয়নের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *