বালুরঘাট স্টেশনে দুই ড্রাইভারের গন্ডগোল, গৌড়লিংক ছাড়তে দেরি

২৯শে এপ্রিল, বালুরঘাটঃ দুই ড্রাইভারের গন্ডগোলে গৌড়লিংক ছাড়তে দেরি সমস্যায় যাত্রীরা। ২০০৪ সালে জেলায় রেল আসার পর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা সমস্ত অংশ মালদার মহানগর স্টেশন, গাজল সহ বিস্তীর্ন অঞ্চল গৌড় লিংক ট্রেন টির ওপর নির্ভরশীল।

এই অঞ্চলের বহু মানুষ গৌড় লিংক ধরে কলকাতায় গিয়ে পরদিন নানা ধরনের কাজ করে থাকেন, কিন্তু দুই ড্রাইভার গন্ডগোলের জেরে সমস্যায় পরতে হয় গৌড় লিংকের যাত্রীদের। জানা গেছে আজ ২৯ শে এপ্রিল বালুরঘাট শিয়ালদহ গৌড়লিংক এক্সপ্রেস কোন ড্রাইভার নিয়ে যাবে তা নিয়ে নিজেদের মধ্যে তৈরি হয় বিরোধ বাঁধে বলে যাত্রীদের সুত্রে জানাযায়। ট্রেন ছাড়ার টাইম অতিক্রম হয়ে গেলেও নির্বিকার থাকে রেল প্রশাসন। শিলিগুড়ি থেকে আগত ইন্টারসিট এক্সপ্রেসের ড্রাইভারের যুক্তি তাদের ১২ঘণ্টা ডিউটি টাইম ওভার হয়ে গিয়েছে। সুতরাং তারা ট্রেন সান্টিং করবেন না। অন্যদিকে গৌড়লিংক এক্সপ্রেসের জন্য বরাদ্দ ড্রাইভারের যুক্তি ট্রেন সানটিং অবস্থায় না পেলে তারাও ইঞ্জিনে বসবেন না।যার ফলে তীব্র সমস্যায় পরেন যাত্রীরা। তবে এই নিয়ে বালুরঘাট স্টেশন মাষ্টারের কোন বক্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *