হাইটেক ভারতে খুদে পড়ুয়াদের মাথায় নেই ছাদ, খোলা আকাশের নিচে চলছে পঠনপাঠন

২৮শে এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ দলে দলে খুদেরা আসছে। আর বসে যাচ্ছে ভাঙাচোরা একটি ছোট্ট বাড়ির ধার ঘেষে। ওই ছোট্ট ভাঙাচোরা বাড়িটা আসলে স্কুল। নামেই স্কুল। আসলে প্রায় একটা ধ্বংসাবশেষ। তাই খোলা আকাশের নিচেই ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো শুরু করছে তাদের শিক্ষাজীবন। এমনই ছবি উঠে এসেছে জম্মু-কাশ্মীরের উধমপুর পাঞ্চারির তুর্গা গ্রামে। আসলে কাশ্মীর বললেই তো সন্ত্রাস, কাশ্মীরের মানেই যেন আলাদা এক ভূখন্ড। সেই জম্মু-কাশ্মীরের ছোট ছোট শিশুগুলোও যেন চিরবঞ্চিতের দলে। তাই শিক্ষার সামান্য সুযোগটুকুও যেন তারা পায় না। তুর্গা গ্রামের সরপঞ্চ পি কুমার জানিয়েছেন, ‘এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৫০ জন। কিন্তু স্কুলবাড়ির সেই পরিস্থিতি নেই যে তারা সকলে বসতে পারে। তাই বাইরেই বসতে হয় ওদের। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়ার জন্যে।’ লোকসভা ভোট চলছে। প্রতিশ্রুতির বন্যা বইছে দিকেদিকে। হাজার হাজার কোটি টাকা উড়ছে প্রচারে। অথচ তুর্গার এই গ্রামের কথা অগোচরেই থেকে যায়, যাচ্ছে, হয়ত বা যাবেও। তবে আশাবাদী ওই ছোট ছোট মুখগুলো। সেই আশাতেই ভর করে ওরা প্রতিদিন আসে, খাতা-বই খুলে খোলা আকাশের নিচে বসে আর দিনবদলের স্বপ্ন দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *