কালো টাকা সাদা করার মোদি-অমিত ষড়যন্ত্র বলে দাবী করলেন বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহার

২৮শে এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ ৷ এর মাঝেই বিস্ফোরক মন্তব্য যশবন্ত সিনহার ৷ নোটবন্দি আসলে মোদি ও অমিত শাহের মস্তিষ্কপ্রসূত এবং একটি বড় ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ আনেন এই প্রাক্তন বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ শুধু তাই নয় তিনি অভিযোগ করেছেন জনগণকে ধোঁকা দিয়েছেন শাহ ও মোদি জুটি ৷ মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালাতে আসানসোলে আসেন যশবন্ত সিনহা ৷ প্রাক্তন বিজেপি মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ৷ মোদির নোটবন্দির সিদ্ধান্ত ভুল পদক্ষেপ বলে বর্ণনা করার সঙ্গে সঙ্গে একে একটি বড় ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘আমি মানতাম নোটবন্দি একটি ভুল পদক্ষেপ। কিন্তু এর পিছনে ভয়ংকর ষড়যন্ত্র ছিলো । তার প্রমাণ এখন দেশের সামনে আসছে । আমি বুঝতে পারি নি। মোদি আর অমিত শাহ এমন খেলা খেলবেন এটা বুঝতেই পারি নি।’ যশবন্ত সিনহার মতে, দেশে বিপুল পরিমাণ কালাধনের উপস্থিতির কথা জানা সত্ত্বেও ৪০ শতাংশ কমিশনে সেগুলি সাদা করার সুযোগ করে দিয়েছেন মোদি-শাহ ৷ প্রশ্ন তুলেছেন, ‘কিভাবে কালো টাকা থাকা সত্ত্বেও ৯৯.০৩ শতাংশ টাকা ব্যাঙ্কে ফেরত আসে ৷ কারণ কালাধনকে সাদা করে দেওয়া হয়েছে ৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *