লন্ডনে গ্রেপ্তার নীরব মোদী

১৯শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গ্রেফতার করা হল নীরব মোদীকে। কিছু ক্ষণের মধ্যেই তাঁকে তোলা হবে আদালতে। প্রায় ১৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীকে গ্রেফতার করা হয়েছে লন্ডনে।রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইংল্যান্ডের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার পরই তাঁকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে সংবাদসংস্থা সূত্রে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি আহেদনের ভিত্তিতেই এই পরোয়ানা জারি করেছিল ইংল্যান্ডের আদালত। আজ কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা যাচ্ছে সংবাদসংস্থা সূত্রে।